Access

Careers

Access

পরিবহন অফিস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

সাভার, ঢাকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও পোষ্যদের জন্য বাস চলাচলের নতুন সময়সূচী আগামী ১০ ডিসেম্বর, ২০১৪ তারিখ থেকে কার্যকর হবে।

শিক্ষক/কর্মকর্তা/কর্মচারী/পোষ্য-এর জন্য বাস চলাচলের নতুন সময়সূচী

ক্যাম্পাস হতে ঢাকা ঢাকা হতে ক্যাম্পাস
১.ক)সকাল ৫.৪৫ টায়-১টি (বিশমাইল কর্মচারীক্লাব -গাবতলি-আসাদগেট-সায়েন্সল্যাব-মৎসভবন-প্রেসক্লাব-পুরানা পল্টন পুলিশবক্স।খ) সকাল ৫.৪৫ টায়-১টি(বিশ্ববিদ্যালয়ক্লাব হতে গাবতলী- শ্যামলী- আগারগাও-মহাখালী ওভার ব্রীজ পর্যন্ত)গ) সকাল ৫.৪৫ টায়-১টি(বিশমাইল কর্মচারীক্লাব-গাবতলী- আসাদগেট-ফার্মগেট হয়ে জাতীয় জাদুঘর) (ক্লাব চলাকালীন) 1. সকাল 6.25 টায়-1টি (স্টাফ বাস) (বঙ্গবাজার-কাকরাইল-মালিবাগ-শাহবাগ-সায়েন্সল্যাব-আসাদগেট-গাবতলী-ক্যাম্পাস) 
২. সকাল ৭.৩০ টায়-১ টি(জাবি স্কুল ও কলেজ হতে গাবতলী-আসাদগেট-সায়েন্সল্যাব-নিউমার্কেট-শাহবাগ-বঙ্গবাজার) (বিশেষ ট্রিপ) ২. সকাল ৭.৩০ টায়:(শিক্ষক বাস)মিরপুর রুটে-১টি, মালিবাগ রুটে-১টি, জিগাতলা রুটে- ১টি, উত্তরা রুটে-১টি
৩. বেলা ১.১৫ টায় :শিক্ষক বাসমিরপুর রুটে-১টি, মালীবাগ রুটে ১টি, জিগাতলা রুটে-১টি, উত্তরা রুটে-১টি ৩. সকাল ৭.৩০ টায়-( শিক্ষক বাস) জাতীয় জাদুঘর- সায়েন্সল্যাব-আসাদগেট-গাবতলী(ক্যাম্পাস চলাকালীন)
৪. বেলা ২.০৫ টায়-১টি (স্টাফ বাস)(ক্যাম্পাস-গাবতলী-আসাদগেট-সায়েন্সল্যাব-শাহবাগ-মালীবাগ-কাকরাইল-বঙ্গবাজার) ৪. সকাল ১০.০০ টায় ১ টি (বঙ্গবাজার-শাহবাগ-নিউমার্কেট-সায়েন্সল্যাব-আসাদগেট-গাবতলী-ক্যাম্পাস
৫. বিকেল ২.৫০ টায়-১টি (ক্যাম্পাস-গাবতলী-আসাদগেট-সায়েন্সল্যাব-নিউমার্কেট-নিলক্ষেত-শাহবাগ-বঙ্গবাজার) ৫.বেলা ৪.৩০ টায়-১টি(বঙ্গবাজার-শাহবাগ-নিউমার্কেট-সায়েন্সল্যাব-আসাদগেট-গাবতলী-ক্যাম্পাস
৬. বিকেল ৪.৪৫ টায়-(শিক্ষক বাস)মিরপুর রুটে-১টি, মালীবাগ রুটে-১টি, উত্তরা রুটে ১টি  ৬. বেলা ৪.০০ টায়-১টি (আসাদগেট-গাবতলী-ক্যাম্পাস
৭. রাত ৮.০০টায়-১টি (ক্যাম্পাস-গাবতলী-আসাদগেট-সায়েন্সল্যাব-নিউমার্কেট-নিলক্ষেত-শাহবাগ-বঙ্গবাজার) ৭.সন্ধ্যা ৬.০০ টায়-১টি (বঙ্গবাজার-শাহবাগ -সায়েন্সল্যাব-আসাদগেট-গাবতলী-ক্যাম্পাস)
  ৮. রাত ৭:৩০ টায়-১টি(বঙ্গবাজার-পলাশী-নিলক্ষেত-নিউমার্কেট-আসাদগেট-গাবতলী-ক্যাম্পাস)
৯. রাত ৮:৩০ টায়-২টি(বঙ্গবাজার-শাহবাগ-সায়েন্সল্যাব-আসাদগেট-গাবতলী-ক্যাম্পাস) 
শুক্রবার ও অন্যান্য ছুটির দিন
১.ক) সকাল ৯:২০ টায়-১টি(মীমহল-বিশ্বঃ ক্লাব-প্রান্তিক গেট-গাবতলী-আসাদগেট-নিউমার্কেট-শাহবাগ-বঙ্গবাজার) খ)সকাল ৯:৩০ টায়-১টি(বিশ্বঃ ক্লাব-প্রান্তিকগেট-গাবতলী-আসাদগেট-নিউমার্কেট-শাহবাগ-বঙ্গবাজার) গ)সকাল ৯:৩০ টায়-১টি(বিশমাইল কর্মচারীক্লাব-প্রান্তিকগেট-পরিবহন-মীমহল-গাবতলী-আসাদগেট-নিউমার্কেট-শাহবাগ-বঙ্গবাজার) ১. বিকেল ২:১৫ টায়-৩টি(বঙ্গবাজার-শাহবাগ-নিলক্ষেত-সায়েন্সল্যাব-আসাদগেট-গাবতলী-ক্যাম্পাস)২. সন্ধ্যা৬:০০  টায়- ১টি(বঙ্গবাজার-শাহবাগ-সায়েন্সল্যাব-আসাদগেট-গাবতলী-ক্যাম্পাস)৩. রাত ৭.৩০ টায় ১টি(বঙ্গবাজার-পলাশী-নিলক্ষেত-নিউমার্কেট-আসাদগেট-গাবতলী-ক্যাম্পাস)
২. ক)বিকেল ৩.৫০ টায় ১টি (মীমহল-বিশ্বঃ ক্লাব-প্রান্তিক গেট-গাবতলী-আসাদগেট-নিউমার্কেট-শাহবাগ-বঙ্গবাজার)ঘ) বিকেল৩.৫০ টায়-১ টি(মীমহল-বিশ্বঃ ক্লাব-প্রান্তিকগেট-গাবতলী-আসাদগেট-নিউমার্কেট-শাহবাগ-বঙ্গবাজার)ঙ) বিকেল ৪.০০ টায়-১ টি(বিশমাইল কর্মচারীক্লাব-প্রান্তিকগেট-পরিবহন-মীমহল-গাবতলী-আসাদগেট-উমার্কেট-শাহবাগ-বঙ্গবাজার) ৪. রাত ৮.৩০ টায় ১টি(বঙ্গবাজার-শাহবাগ-সায়েন্সল্যাব-আসাদগেট-গাবতলী-ক্যাম্পাস) 
৩. রাত ৮.০০ টায়- ১টি  (ক্যাম্পাস-গাবতলী-আসাদগেট-নিউমার্কেট -শাহবাগ-বঙ্গবাজার)   

 

 

৪. (ক) স্টাফ ট্রিপ (সাভার):

   ক্যাম্পাস হতে সকাল ৬.৩০ টায়, সাভার থেকে (স্টাফ) সকাল ৭.১০ টায় এবং ক্যাম্পাস থেকে বিকেল 2:05 টায়।

(গ)স্টাফ ট্রিপ (কালামপুর):

   ক্যাম্পাস হতে সকাল ৬.৩০ টায়, কালামপুর থেকে (স্টাফ) সকাল ৭.১০ টায় এবং ক্যাম্পাস থেকে বিকেল 2:05 টায়।

 

৩. স্কুল ট্রিপ:

   সাভার হতে সকাল ৭.৪০ টায় এবং কালামপুর হতে সকাল ৭.৩০টায় ছেড়ে আসবে।

৪. বাজার ট্রিপ: প্রতি শুক্রবার ও শনিবার বাজারের বাস ট্রিপ ক্যাম্পাস থেকে সকাল ১০.০০ টায় সাভার এবং সাভার থেকে দুপুর ১২.০০ টায় ফিরে

   আসবে।

৭. ক্যাম্পাস / হল ট্রিপ

  সকাল ৭.২০ টায়, ৮.০০ টায়, ৯.০০ টায়, ১০.৩০ টায়, দুপুর ১২.৩০ টায়, বিকেল ১.১০ টায়, বিকেল ১.৪৫ টায়, বিকেল ২.০৫ টায়।

                                                                    

সাক্ষর/-

ভারপ্রাপ্ত শিক্ষক

পরিবহন অফিস

জাবি, সাভার,   ঢাকা।

স্মারক সংখ্যা: পরি/অ/১১৮(৫০০)                                             তারিখ: ২ ডিসেম্বর, ২০১৪