The keys of the Department of Biotechnology and Genetic Engineering's newly constructed building delivered

বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের নতুন ভবনের চাবি হস্তান্তর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ শীঘ্রই নতুন ভবনে তাদের শিক্ষা কার্যক্রম চালু করবে। মাইক্রোবায়োলজি বিভাগের ওপরে দ্বিতীয় তলায় বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য নির্ধারিত ফ্লোরের চাবি হস্তান্তরকালে আজ উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণায় এ বিভাগের অবদান কর্তৃপক্ষ স্মরণ করে। অবকাঠামোগত উন্নয়নের দিক থেকে নতুন ভবনে তাদের অফিস, আধুনিক ল্যাব এবং শ্রেণি কক্ষ শিক্ষার গুণগত মান উন্নয়নে ভূমিকা রাখবে। উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের সম্পদের সীমাবদ্ধতা আছে। অনেক বিভাগের চাহিদা অনুযায়ী তাদের বরাদ্দ দেওয়াও সম্ভব হচ্ছে না। এতদ্ সত্ত্বেু বিভিন্ন বিভাগ ও শিক্ষকরা বিচক্ষণতার পরিচয় দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সহযোগিতা করছেন। তিনি বলেন, ভবন নির্মাণের ক্ষেত্রে আগের ভুলগুলোর পুনরাবৃত্তি যাতে না হয়, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে সতর্কতা অবলম্বন করতে হবে।
আনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, মাইক্রোবায়োলজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. নিহাদ আদনানসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. রেজাউল করিম।